প্রাণেরতরী-৬৫


ঠাকুর বিশ্বারাজ গোস্বামী


প্রাণের তরীখানি, ছ'জন মাল্লা জানি
টনিছে সারাখন,
আছে একটি নারী, রূপবতী সে ভারি,
পাগল একজন।
পরশ মনি আছে, সেই নারীর কাছে
কথাটি মিথ্যা নয়,
চাঁদের আলো দিলে, দুই সুজনে মিলে
মনিটা করে জয়।
চাঁপা গাঙ্গের বানে, নায়ে বাদাম টানে
তিনটা গুন জোড়ে।
রূপ সাগরে গিয়ে, একটি ছেলে নিয়ে
প্রেম আগুনে পোঁড়ে।
তরীটা ঠিক চলে, তিন সত্ত্বার ফলে
পাঁচটি বায়ু নিয়ে,
তরীর মূলধন, আছে সারাটিখন
শ্বেত বরণ রূপ,
ধরে রাখে তারে, সকাম পরাবারে
হাঙ্গর থাকে চুপ।
প্রাণের অনুটাতে নিরাকারের হাতে,
বিজ্ঞান নিরুপায়।
বিধিজ্ঞানের আলো, জ্বললে যাবে কালো
আমিকে জানা যায়।
আমিকে আগে জেনে, পরাৎপরে মেনে
সুজন পথে চলে,
শুদ্ধ প্রেমের গাঁয়, নিজ ঠিকানা পায়
নিত্য ফলটি ফলে।।