প্রাণেরতরী-১১


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


স্রষ্টা সত্য ঠিক, উত্তরাধুনিক
তরী সৃষ্টি করে,
সাড়েতিন হাত, তরী দিন রাত
করে ঝিকঝিক, নানা রূপ ধরে।


স্রেষ্ট কারিগর, এই ধরা পর
দিছে বহু তরী ,
বহু রূপ  কায়ে, ঘুরে গাঁয়ে গাঁয়ে
নারী আর নর, রূপ মরিমরি।


মনোহরা সৃষ্টি, কেড়ে নেয় দৃষ্টি
একা শুধু ভাবি,
কারো  মিল নেই, মনে জাগে খেই
মধুময় কৃষ্টি, কোথাও কি পাবি?


সৃষ্টি মনমত, স্রষ্টা ভালো কত
ভাবি চিন্তাকোষে,
সব ভুলে গিয়ে, তার তরী নিয়ে  
থাকি শুধু রত, আত্মসুখরোষে।


তরীখানি পেয়ে, ইচ্ছা মত বেয়ে
দিনরাত ভাঙি,
করি  শুধু খেলা, পেয়ে রাইবেলা
নিজে হয়ে নেয়ে, মনটাকে রাঙি।


ভাবিনা এ মনে, প্রাণতারাবনে
দেখি কার খেলা,
তরী খানি চলে ,  কার ইচ্ছা বলে
অনুরাগী মনে, শুধু সারাবেলা।


প্রাণ চলে যায়, অজানার গাঁয়
তরী হয় মাটি,
বুকে নিয়ে আশা, বাঁধে ভালো বাসা
এই দুনিয়ায়, সুখ  চেয়ে  হাঁটি।


আত্মসুখে মেতে, মায়া জাল পেতে
হারিয়েছি মূল,
সব যার দান, ছেড়ে তার গান
আছি ভুলে মেতে, হয়ে মশগুল ।


বেলা দেখি পাটে, একা আজ ঘাটে
সাথে ভুলটিও,
মেরেছি অরিটা, প্রাণেরতরীটা
তোমার-ই বাটে, প্রিয় তুমি নিও।