প্রাণেরতরী-১৩


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রভাতী আঙিনায়, করেছি বহু খেলা
সোহাগী বিছানায়, হৃদয়দোর খুলে
চলছি হেলেদুলে, শুধু ইচ্ছার পথে
রঙিন মনোরথে, নিয়ে রূপের রেলা।


কুমারসূর তলে,  ছেড়েছি মন-ঘোড়া
টকবগিয়ে চলে, নব্য ফাগুন গাঁয়
লাগাম ছিড়ে যায়, মধুমাসের রাগে
মিষ্টি চৈতালী জাগে, নিয়ে ফুলের তোড়া।


দু'জনে অবশেষে, অনেক হয়ে যাই
রঙিন এই দেশে, পরকে থাকি ভুলে
অপর নিয়ে মূলে, আনন্দে রই মেতে
প্রেমের আড়িপেতে, মায়াবী বিষ খাই।


মায়াবী বিষ খেয়ে, ভবসিন্ধুর জলে
প্রাণেরতরী বেয়ে, দু'কূল হারা হই
আমি আমার নই, বুঝেছি ইতিবেলা
সমাপ্ত হবে খেলা, যমের রোষানলে।


কেহ-ই  সাথে নেই, ইতিবেলায় ঘাটে
গেছে মনের খেই, পর তোমার আশে
অপর পরবাসে, ভাঙা প্রাণেরতরী
আঁখিজলে স্বরি, নেও তোমার বাটে।