প্রাণেরতরী-১৭


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কে তুমি আসো প্রাণেরতরীতে,
মন হরিতে, অতনুর বেশে
নানান দেশে, খুঁজি শুধু আমি
দিবস-যামি, তরী কত বা'বো,
হৃদয়ে তুমি দেও শুধু সাড়া
ভীষণ তাড়া, মন মাঝে  জাগে
ব্যথাটি লাগে, তোমায় না পেলে
কোথায় গেলে, বলো আমি পাবো।


সুন্দরতম তোমার-ই সৃষ্টি  
ফেরে না দৃষ্টি, ভাবি অবিরত
সুন্দর কত, তুমি পরমেশ
নেই-কো শেষ, গুন মহিমার,
তোমার সৃষ্টি উত্তরাধুনিক
পৃথিবী ঠিক, নব লীলা ভূমি
মালিক তুমি, সব ভুলে গিয়ে
বাসনা নিয়ে, পরি অহিহার।


বেয়েছো তুমি প্রভাতের ফেরি
জীবন ভেরি, সুরে সুরে বাজে
তোমার কাজে, তবু  নেই আমি
দিবস-যামি, করি আনকাজ,
বসন্ত রঙে রাঙি মনটাকে
তরীটা পাঁকে,  ভুল করে ভরি
প্রাণেরতরী, দিচ্ছি একা খুলে
তোমাকে ভুলে,সাজি বিশ্বরাজ।


তিনটি পায়ে হাঁটি হীনবলে
আঁখিরজলে,যায়যায় প্রাণ
যমের ঘ্রাণ, নিশিদিন পাই
মরন হাই, বুকটার মাঝে
প্রাণেরতরী স্বকাজের ফলে
ডুবছে জলে, আমি নিরুপায়
তোমার গাঁয়, নেও কৃপাবান
আঁখির বান, ঝরছে সাঁঝে।