প্রাণের তরী-২৬


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


চোখে দেখি আসা যাওয়া
হচ্ছে ঘাটে,
ভাবিনি আমি চলে যাব
সব ফেলে ,
আলোরমালি গেলে পাটে
হেলে হেলে।


বহু ঘাটে আমার তরী
বেয়ে বেয়ে,
ছিলো আমার সব কিছু
ভুরি ভুরি,
এখন আমি দেখি চেয়ে
গেছে চুরি।


প্রাণেরতরী বেয়ে যাই
মাঝি হয়ে,
বিপাকে আছি একা আমি
তরী খুলে,
প্রাণেরতরী যাও লয়ে
আজ কূলে ।


ভাঙ্গছি আমি নিজে বেয়ে
তরীখানি
ডুবে মরি  সাঁঝেরবেলা
প্রাণে ভয়,
সাধ্য নাই বইটে টানি
দেহ ক্ষয়।


ভাবিনি আমি যাব ছেড়ে
এই গাঁও,
বেলা গেছে সুজন মাঝি
ভুলে ভুলে,
প্রাণেরতরী তুমি বাও
নেও কূলে ।