প্রাণের তরী- ২৭


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কে তুমি বারেবারে ডাকো
দূরেদূরে থাকো , প্রেম ছবি আঁকো ,
আমার হৃদয়ের মাঝে  ,
তোমাকে দু'আঁখীতে চায়
এই আঙ্গিনায় , অশ্রু ঝরে যায়
সকাল দুপুর ও সাঁঝে ।


তোমার  ভালোবাসা পাই
আমি ভুলে যাই , তুমি ভুলো নাই
কৃপাধী তুমি প্রেমময় ,
তোমার প্রেমালোর করে
থাকি আমি ঘরে , রাখি সমাদরে
দিয়েছো যা , তা সমুদয় ।


তোমার  শুভদীপ জ্বালো
রবো আমি  ভালো , ঢালো তুমি ঢালো
এ হৃদয়ে অমিয় রাশি ,
আমার আঙ্গিনায় থাকো
আমি দেখি নাকো , দূরে থেকে ডাকো
বাজিয়ে এ জীবনবাঁশি ।


এই প্রাণের তরীখান
তোমার-ই দান , করি খানখান
তোমাকে করে পরিহার,
তরীটা আজ ডুবে যায়
আছি নিরুপায় , নেও কিনারায়
বাইতে পারি না-যে আর ।