প্রাণেরতরী-৩৭


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মনে পড়ে আজ নেই, হৃদয় মাঝে
দূরাগত ক্লান্ত সাঁঝে,  একাকি বসে
বহুদিন গেছে ক্ষসে,  জীবন থেকে
অশ্রুজলে আঁখি ঢেকে,  স্বরণ করি
কার জন্য ছিলো তরী,  সুন্দর চাঙ্গা
কুসুমিত রক্ত রাঙ্গা, বেহান বেলা
আনন্দের ধূলা খেলা, ইচ্ছার মাঠে
বেলাটা বসবে পাঠে, দিনের শেষে
ইতিকা হিসাবি বেশে, ভাবিনি মনে
ঘুরছি ভুলেরবনে, মানিনি বাধা
বুঝিনি গোলক ধাঁধাঁ, কিশোর কালে
উদাস বায়ুর তালে, চলছি শুধু
দেখছি আজকে ধুধু, দুপুর রাগে
হৃদয় কোমল বাগে, যেজন আছে
যাইনি তার-ই কাছে, রাখছি দূরে
বসন্তকালের সুরে, গাইছি গান
ভাবিনি কার-ই দান, প্রাণেরতরী
অফসলে শুধু ভরি, মায়াবী সুখে
বেলাটি রাতের মুখে, কালের টানে
ভরছে অকাল বানে, তরঙ্গামোদি
কপারতলার নোদি, ওপারে যেতে
প্রাণেশ তোমাকে পেতে, দিলাম খুলে
নেও তুমি পারে  তুলে, প্রাণেরতরী।