প্রাণেরতরী-৪৪


ঠাকুর বিশ্বরাজ গোস্বমী


জীবনাকাশে বালসূরের
আলোর ভুবনে গান গাও
কে তুমি গায়ক,
করেছি প্রাণের-ই নায়ক
নীরবে তোমাকে ভালোবেসে
করি সব দান,
গানের সুর হৃদয় লাগে
ভুলে যাই সুরের লহরে
ভুবনের সব,
ভুলে যাই মিছে কলরব
প্রাণেরতরীটি যাই বেয়ে
গাঙ্গে পেয়ে বান।


গাঙ্গটাতে তরঙ্গে তরঙ্গে
নীরবে করে মৃদুল খেলা
তোমার বাতাসে,
খুলে দেয় মনের খাতা সে
হিসাব করি বসে একাকি
দেখি আছি দেনা,
শোধ হবে না দেনা আমার
দেখি হিসাবের খাতা খুলে
ভুল আর ভুল,
গিয়েছে সব আসল মূল
নকল বাজারে গিয়ে শুধু
করি বেচাকেনা।


তরীতে শুধু ভুলের ভারা
দেখছি আমি ইতিকাবেলা
ডুবুডুবু তরী,
বুঝি না এসময় কি করি
ভুলের বোঝা নিয়ে এখন
আমি নিরুপায়,
প্রাণেরতরীর নেয়ে তুমি
বুঝেছি এ অপর বেলায়
নেও তরী পারে,
কূলহারা আমি পারাবারে
ভেঙ্গে যাওয়া প্রাণেরতরী
দেখ ডুবে যায়।