প্রাণেরতরী-৫৬


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কোমল কুসুম ভোর, খুলছে আলোর দোর
রাতের আঁখিরলোর,  সবুজ ঘাসের শিষে
সামাদরে আছে মিশে,  শিশিরের বুকে রবি
শিশিরটা শুধু আঁকে মহামিলনের  ছবি।


পায়না শিশির আর, ভালোবাসাটুকু তার
খরোতাপে মানে হার, জীবনটা শেষ হয়
মানব জীবনময়, একই রকম খেলা
তবুও বাঁচার চিন্তা সারাদিন সারাবেলা।


কুমার কিরণে রবি, বানায় ফাগুনকবি
আঁকায় প্রেমের ছবি, নিজকে সকলে ভোলে
সুখের দোলায় দোলে, দখিনা মিষ্টি বাতাসে
বেহিসাবে ভরে ফেলে মন-খাতার পাতা সে।


মলিন দিবার ক্ষণে, হারায় আপন জনে
কূলটা পাবার পণে, প্রাণেরতরী ভাসায়
চিরো পরের আশায়, ঝরায় আঁখিরজল
বেয়ে যায় তরীখানি নিয়ে শুধু হীনবল।


আমার মতন শেষে,  একাকি বেহাল বেসে
তরীনিয়ে যায় ভেসে, অজানা অচিন গাঁয়
শেষে হয় নিরুপায়, এলে সত্য যমঅরি
অকুল সাগরে ডুবে সাধের প্রাণেরতরী।