প্রণেরতরী-৬০


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বাইরে বরষা ঘরেও ভরষা আর নেই
আকাশে মেঘের ভেলা,
বাতাসের সঙ্গে করে  মনে আছে জঞ্ঝা খেই
দারুণ বৃষ্টির খেলা।


জলবেণী নোদিবুকে উথাল পাথাল ঢেউ
একাকী রয়েছি পারে,
এমন আপদখনে সঙ্গে নেই আর কেউ
দূরাগত অন্ধকারে।


হৃদয়ের মাঝে থেকে  আমাকে ডেকেছো তুমি
শুনিনি তোমার বাণী,
ভাবিনি কখনো মনে ছেড়ে যাবো জীবভুমি
শুন্য আজ জ্ঞানদানি ।


প্রাণেরতরী ভরেছি অসার ফসল দিয়ে,
প্রতিবার পদে পদে,
জীবনটা ভরে আমি ইচ্ছার খেয়াল নিয়ে,
গেছি শুধু নোদি নদে।


আমার তরীটা দেখো আমার ফসলে ভরা
বিদায়রবীর ঘাটে,
তোমায় দেখিনি আমি তুমিতো পরাৎপরা
রবীটা বসলে পাটে।


বুঝেছি প্রানেশ তুমি  আমার ইতিকাবেলা
অশ্রুতে তোমাকে স্বরি,
ভেঙ্গে গেলে  দুনিয়ার আমার সকল খেলা
বাইয়ো প্রাণেরতরী।