প্রাণেরতরী-৬১


রক্তগঙ্গার স্রোতের তোড়ে
এলাম ভেসে,
এলাম ভেসে একাকী দেশে
প্রভাতবেলা,
প্রভাতবেলা রাতের খেলা
বিদায় নিলো,
বিদায় নিলো যেজন ছিলো
আপন জন,
আপন জন নেই এখন
ভুবন মাঝে,
ভুবন মাঝে গোধূলী সাঁঝে
যেতেই হবে,
যেতেই হবে সুন্দর ভবে
সকল রেখে,
সকল রেখে কালিমা মেখে
শেষের গানে,
শেষের গানে চোখের বানে
চলছি ভেসে,
চলছি ভেষে অচিন দেশে
বিদায় বেলা,
বিদায় বেলা প্রেমের ভেলা
মাঝিকে দেয়,
মাঝিকে দেয় মাঝিটি নেয়
কাজের ফল,
কাজের ফল শুধুই বল
শেষের দিনে
শেষের দিনে পরম বিনে
বান্ধব নেই,
বান্ধব নেই ভাবিনা সেই
কথাটি মনে,
কথাটি মনে সারাটিখনে
ভুলেই থাকি,
ভুলেই থাকি মনেতে আঁকি
ভুলের ছবি
ভুলের ছবি ডুবায় রবি
সময় ছাড়া,
সময় ছাড়া যমের তাড়া
নিয়েই আছি,
নিয়েই আছি মোহের কাছি
তোমায় ভুলে
তোমায় ভুলে তরীটা খুলে
অকুলে মরি
কূলেতে নেও,  প্রাণেশ বাও
প্রাণেরতরী।