প্রাণেরতরী-৬৩


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


জীবনের ভাঁজে ভাজে,  কাজে কাজে
পড়েছে ভীষণ কালি, খাঁজে খাঁজে
উইপোক করে নষ্ট বালিবালি।


মধুমাসের বসন্ত, রাগেরাগে
অলিটার ঘুম ভাঙ্গে, আগে আগে
যায় মধুবনের , গাঙ্গে গাঙ্গে।


আমার মন-অলি দেশে দেশে
মধুবনে ঘোরে শুধু আশে আশে
পরিশেষে দেখে চোখে ধুধু ধুধু।


ধুধু দেখা চোখ নিয়ে ঘুরে ঘুরে
বিকেলের গান গায়, সুরে সুরে
প্রাণেরতরীটা ভাঙ্গে পায় পায়।


সন্ধ্যানোদির তরঙ্গ, লেগে লেগে
আঁখিজলে ভাসে জেগে জেগে
হুতাশায় যায় দিন মাসে মাসে।


প্রাণেরতরীটা নিজে বেয়ে বেয়ে
ভেঙ্গেছি বসন্তসুখ, চেয়ে চেয়ে
রবির তাই ফিরোজা, মুখ মুখ।


সন্ধ্যানোদি পাড়ি দিতে, ভয় ভয়
প্রাণেরতরীটা হবে, লয় লয়
জানি প্রিয় কূলে টেনে লবে লবে।