প্রাণেরতরী-৮


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বেয়েছি তরী জীবন ভরে
নোদির বাকে বাকে,
পরকে পর করে
নোদিটার জলবেনী ডাকে।


তরঙ্গফুলে মনটা দিয়ে
ভুলেছি গত সব,
তুলেছি ইচ্ছা নিয়ে
নকলি মুক্তো, করেছি রব।


আড়াই ইঞ্চির চাপা খালে
তরীটা চলে যায়,
ছুটি রঙিন পালে
সাড়ে তিন হাত ছোট নায়।


চাপা খালের বসনা দেখে
হারাই সব কিছু,
প্রীতির রেণু মেখে
সাথে রাখি কামনার বিছু।


সন্ধ্যাগ্নি আজ জ্বলছে বুকে
প্রাণেরতরী নিয়ে
মরছি ধুকে-ধুকে,
আসল মুক্তা পরকে দিয়ে।


দেখিনি তোমায় পর নেয়ে
শুনেছি দয়াবান,
কিনারে নিবে বেয়ে
জ্বরা এ প্রাণেরতরীখান।