প্রাণের পুলক


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বিদগ্ধ জীবনে তোমাকে বাঁধবো ,
জীবন আমার কষ্টের আধার ,
জন্মটি শুধুই ধাঁধার ,
হদয় মনটি সাধার , সাধবো ।
  
ছেড়েছি তোমাকে ছাড়নি আমায় ,
প্রেমের আঙ্গারে  লাগুক হাওয়া ,
বাড়ুক তোমাকে চাওয়া,
ধরার গানটি গাওয়া,  থামায় ।


তোমার পরশ ভূবনে পেয়েছি,
তোমার আলোর কোমল ভেলায় ,
মেতেছি প্রেমের খেলায় ,
জীবনে রঙের মেলায় , চেয়েছি ।


আমার মনটি চাইলে দুলোকে ,
আমার আমিটি তোমাতে হারায় ,
তোমার প্রেমের ধারায়,
তবুও রয়েছি কারায় , ভূলোকে ।


তোমার আমার মিলন মাদল ,
গোপনে বাজিছে নিবিড় পরশে,
প্রাণের পুলক হরষে ,
তাইতো নয়নে বরষে, বাদল ।


তোমার আত্মোজ প্রাণটি আমার ,
তবুও আসনি সরূপ কায়ায়,
রাখনি শীতল ছাঁয়ায় ,
দিয়েছো দারুণ মায়ায় ,খামার ।


খুলেছো বিকেলে সকল বাঁধন ,
এবার পালাটি স্বদেশে যাবার
বাসনা তোমাকে পাবার,
ভুলেছি দৈহিক খাবার, সাধন ।