প্রেমের হরিণ চাই
রাগ-প্রধান সংগীত


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সোনার হরিণ চাই না  আমি প্রেমের হরিণ চাই।
যাক যাক ভেসে দু'টি কুল, ব্যথা জ্বালা কিছু নাই।।


বসন্তের হাওয়ায় দোলে জীবন ফাগুন ফুল,
প্রেমমধুকর রূপেই তুমি বারেবারে দেও হুল।
তোমার প্রেমে হই মশগুল, তোমার দুয়ারে যাই।।


আমার এই ফুল বাগিচায় আস তুমি অনুরাগে,
প্রতিদিনই ফুটাও তুমি ফুল ফাগুন বসন্ত জাগে।


জাগে  হৃদয়ের সুশোভারাণী তোমারই প্রেম চায়,
তোমার মধুর প্রেম হরিণ দেও তুমি করুনায়।
আশানোদির ভাঙ্গা কিনারায় আছি আমি কেহ নাই।।