পূর্ণতা দেও


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কে তুমি এই হৃদয় মাঝে
সকাল সাঁঝে ,
দীপটা জ্বালো , বাসলে ভালো
দুপুর কালে, যৌবন খালে
ডুবাও শুধু ,
বিকেলে দেখি বালুকা ধুধু ।


আলোর হাসি দেখেছি বেশ
এসে এ দেশ,
দেখি না আর , জীবনটার
আসল রূপ , জলন্ত ধুপ
হয়েছি তাই ,
প্রেম আগুনে হোতেছি ছাঁই ।


দিনটা গেলো তোমার আশে
এ পরবাসে ,
একাকি রাজ , প্রেমের তাজ
নেওনি তুমি ,তবুও চুমি
চরণ দু'টি ,
বিরহ বিষে , নিবোই ছুটি ।


চোখের আলো মলিন ভারি
আর না পারি ,
খুঁজতে আমি, আসছে যামী
এসে এ ঘরে , ধরো দু'করে
কাছেতে নেও ,
শুন্য জীবনে পূর্ণতা দেও ।