রাগ-প্রধান গান -আমার ছবি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আমার ছবি আঁকতে গেলে, তোমার ছবি হয়ে যায়।
নিজ ঠিকানা খুঁজতে গেলে , যাই তোমার ঠিকানায়।।
           আমার স্বরূপ ভাবি যত,
           তোমাতে আমি হারাই তত।
আমার এ শির হয়  নত, তোমার প্রেম মহিমায়  ।।


আমাকে প্রিয় করেছি তাই সুপ্রিয় আমার হয়েছো,
আমাকে আমার ভালো লাগে তুমিতো আমাতে রয়েছো।


             তোমার সাথে মিলটি বেশ,
             নেই তোমার রূপের শেষ।
তোমার স্বরূপ অনিমেষ, দেখি প্রাণের আঙ্গিনায়।।