রাগ-প্রধান সংগীত ২৫০


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রেমের ফুল ফুটালে তুমি
হৃদয়ের ফুলবাগিচায় ।
ফুলের মধু নিতেছো লুটে , প্রেম-কলঙ্ক দিয়ে গায় ।


ফাগুন এলো ইতিকাবেলা, মনে মধুর রাতের খেলা
বারেবারে উঁকি দিয়ে যায় ।
মারা গাঙ্গে সু-প্রেমের ভেলা,ভাসালে তুমি কী বাসনায়    ।।


নীবিড় ছোঁয়া  দিয়ে গোপনে ঘুমটা আমার ভেঙ্গে দিলে,
অনুরাগের রঙ মাখিয়ে জাত-কুল-মান সব নিলে


গোপনে খুলে মনের তালা, দিলে আমায় বিরহ জ্বালা ,
ক্যান-বা দিলে প্রেমের মালা,
প্রেমেদানি এ হৃদয়ডালা , পুঁড়ছে দ্যাখো এপার গাঁয় ।।