রুগীর বস্তি
(সর্বোত্তমমিলে লেখা)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মানব জাতি রয়েছে আজ মরণশূলে,
আপনহারা ব্যাথায় ভরা মনটি মূলে।
মস্তকে নিয়ে চলছে শুধু দুখের বস্তা,
বাঁচার জন্য জীবন নয় এখন সস্তা।
দেখছি আমি নর-নারীর নেই সু-কৃত্তি,
মুখে সুবুলি মনের মাঝে আছে কু-বৃত্তি।
অবাক চোখে আছেন বুঝি পরম স্রষ্টা,
নেই এখন ভুবন মাঝে সত্যের দ্রষ্টা।
সকলে আছে অন্যায় কাজে গোপনে যুক্ত,
ভয় তাদের যারা আছেন কু-হতে মুক্ত।
তাদের নেই কথা বলার কোনই শক্তি
প্রাণের ভয়ে না-মানুষকে দিচ্ছেন ভক্তি।
মানুষ আজ ঘরেই বন্দি পাচ্ছে না শ্রম,
মানুষ আজ নামে মানুষ নয়কো ভ্রম।
নিতে পারে না মানুষ গুলো বাঁচার ঘ্রাণ,
মনের ভয় নিবে কখন নিয়তি প্রাণ।
প্রাণটি আছে নেই শুধুই প্রাণের অস্তি,
পৃথিবি আজ করোণা গ্রস্থ রুগীর বস্তি।


লেখা
১০ইজুন২০২০
২৭শে জ্যৈষ্ঠ-১৪২৭বাং
বুধবার
সময়
সকাল
১১-১৫ ঘটিকা