সারাজীবন  হওয়ার ঘরে
(বাউল সংগীত)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সারাজীবন  হওয়ার ঘরে , বসৎ করে
প্রাণের হাওয়া করছি বাম ।
হাওয়ায় আসে হাওয়ায় যায়  , তাইতো সজীব দেহ ধাম ।।

ঘরের মাঝে পাঁচটি হাওয়া রয় ,
তার ভিতরে তিনটি হাওয়া সর্ব স্রেষ্ট হয় ।
দখিন হাওয়ায় মরণ নিশ্চয় , বাড়ে জ্বালা মোহকাম ।।

জীবন বাড়ে উত্তরের হাওয়ায় ,
সেই হাওয়াতে সুজন নাবিক উজান বেয়ে যায় ।
প্রেমের ঘাটে গিয়ে তরীটায় , মুক্তা ভরে আবিরাম ।।

আর এক হাওয়া পলক মাত্র থাকে ,
প্রাণায়মে থাকে  সাধক সেই হাওয়াটার বাকে ।
শতদলে পেয়ে স্রষ্টাকে , পূর্ণ করে মনস্কাম ।।

বিশ্বরাজ কয় হাওয়ার সাধন কর ,
হাওয়ার সাধন করে ওমন হাওয়ার মানুষ ধর ।
আর করিস না মায়ারই ঘর , মিছে মায়া মোহকাম ।।