সরল পথটি ভুলেছো


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আচার বিচার সঠিক করতে ,
জ্ঞানীকে তোমার হবেই ধরতে
কথাটি  হৃদয়ে রাখিও ,
বিশুদ্ধ প্রেমের অমিয় পরাগ
আপন মনের গোপন স্বরাগ
প্রাণেতে নিজেই মাখিও ।


জীবন মরণ ভবের খেলায় ,
ভুলেছো দুলেছো চাঁদের মেলায় ,
পরকে করেছো আদর,
রঙিলা হয়েছো রঙের নেশায়,
যাওনি কখনো সত্যের পেশায়
সেজেছো কলির বাদর ।


ঘুরেছো ভুবনে ধনের আশায় ,
ভেবেছো রয়েছো সুখের বাসায় ,
দেদুল দোলায় দুলেছো,
সৃষ্টির স্রষ্টাকে সুদূরে রেখেছো
গৌরব রঙটি মনেতে মেখেছো ,
সরল পথটি ভুলেছো ।


জীবন আকাশে বিকেল  আসবে  ,
চোখের জলেতে শুধুই ভাসবে ,
নীরবে একাকি আঁধারে,
নিয়তি  আসবে সাঁঝের বেলায় ,
প্রাণটি নিবেই শেষের ভেলায় ,
তাড়িয়ে সকল বাধারে ।