শিশুবেলা করি খেলা
(বিলিরিক ধারা-৫ )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


শিশুবেলা করি খেলা, মেলামেলা সমাদরে
সারাখন সুখি মন ,বন বন ঘুরি ডরে ,
নেই আর সেই বেলা ,
হাসি রেলা , আসি মেলা ,
ঝনঝন মনবেলা , রণরণ ভাবে ভরা  ,
চিকচিক রোদে ধরা ,ঠিকঠিক কামসরা ,
শিরশির ঊষাক্ষণ
বলাবল নিয়ে শুধু চলাচল আর রণ ।


পায়পায় চলাচল, গায়গায় ধূলাখেলা,
ভালোভালো লাগে সব, আলোআলো গোসুবেলা ,
বেলা হোলে খেলা ক্ষয়,
শেষ হয়, বেশ ভয়,
টানটান ভাবে রয়, মানমান হয় তার ,
অনুরাগী বাকধার, তনুলাগি কামসার,
ধনুরাগি মন থাকে,
লাললাল টুকটুকে, ঝালঝাল কথা হাকে ।


মানামানি মোটে নেই, হানাহানি করে শুধু,
হীনহীন হয়ে শেষে, দিনদিন দেখে ধু-ধু ,
বেলা শেষে মেলা শেষ,
দিনাবেশ, হীন রেষ,
চোখতারা অনিমেষ, রোখহারা হয়ে যায় ,
চলাচল তিন পায়, বলাবল হীন গায় ,
ফলাফলহীন থাকে,
মরমর বায়ু বয়, পরপর বলে ডাকে ।


ফিসফিস হয় কথা, বিষবিষ ভাবে সব,
ধেইধেই নাচ নেই, নেইনেই কলরব,
আজ একা কাজ হারা,
ছিলো যারা, দিলো তারা,
বিনবিন ঘাতকারা, দিনদিন কালো আসে,
পরপর পরবাসে, ঘরঘর জান নাশে,
ডরডর নিয়ে  মনে,
যায়যায় দিন যায়, হায়হায় জীববনে।