শ্রোদ্ধাভরে প্রেমার্ঘ দিলাম


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার রহস্য এখনো উদঘটন
হয়নি নারী,
নির্বাক নারীলতায় ঝুলে আছো তুমি
জন্মলগ্নে তোমার গায়ের রঙ সবুজ
তারপর
ধীরেধীরে আকর্ষণীয় রূপে
তোমার রূপ পরিবর্তণ হয় প্রাকৃতিক নিয়মে,
আজব সৃষ্টি স্রষ্টার,
তোমার কাছে চলমান
সজীব প্রাণসত্ত্বার নারী হরে গেছে,
উলঙ্গ অবস্থায় দু'টি হাতের পাঞ্জা দিয়ে
ঢেকে রেখেছে গোপনাঙ্গ।
জড় প্রাণের অবয়ব নিয়ে তুমি লজ্জাবতী,
এ অনুভূতি প্রসংসার দাবি রাখে সত্যি,
বিশটি বছর তোমার বিরহে
প্রাণটি কাঁদে,
আজ তোমাকে পেয়ে
শ্রোদ্ধাভরে প্রেমার্ঘ দিলাম
তোমার দু'টি পায়ে।