স্বরূপে চাই


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


নিত্যই হর , চিত্তটা ধর ,
বাউল কর , সারাটিক্ষণ ,
তাইতো রণ , দিবস-যামি ,
প্রেমের মাঠে ,
তবুও বাটে ,পাইনি আমি ,
প্রাণের জন ।


আকাশতলা , তারই চলা
ষোলটি কলা , রাতের গায়
মনটা চায় , প্রেমের সুধা
জীবন গানে,
সকল দানে ,বাড়ায় ক্ষুধা
দিনটা যায় ।


চাঁদ-বসনা , দিচ্ছে রসনা
কাছে বসনা , থেকনা দূরে
হৃদয় সুরে , বাজাও বাঁশি
প্রাণেশ তুমি ,
তোমাকে চুমি , অশ্রুতে ভাসি
স্বপনপুরে ।


অন্তরে পাই, আঁখিতে নাই
স্বরূপে চাই , ইতিকাবেলা
সকল খেলা , হবেই শেষ
আসবে কালো,
জ্বালিও আলো , ক্ষমিও রেষ
বাইয়ো ভেলা ।