থেক না আড়ালে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হেরে গেছি আমি তোমারই কাছে,
ফাগুনের আগ, অলিটির রাগ
তোমারই আছে ।


তারকাবসনা তলায় বনশ্রী,
প্রদীপ জ্বেলেছো, কুসুমে খেলেছো
সুরবে মনশ্রী ।


চৈত্রীময় রাতে জেস্নার শাড়ীতে ,
রূপসিনী তুমি , তোমাকেই চুমি
হৃদয় বাড়িতে।


অনুরাগে ভরা মিষ্টি মরসুম ,
ভাঙালে আমার , তোমাকে পাবার
অভিমানি ঘুম ।


তাইতো রয়েছি হৃদিফুল বাগে,
খুঁজি দেশে দেশে, ভালো বেশে বেশে
মিলনের রাগে ।


কপাল তলার নোদিটার জলে ,
কপলটি ভাসে , বিরহের বাসে
শুধু পলে পলে ।


থেক না আড়ালে প্রাণপ্রিয়তমা,
দু'আঁখির আগে , এস অনুরাগে
করো তুমি ক্ষমা ।