ঠিক আছে


ঠাকুর বিশ্বারাজ গোস্বামী


ভালোবাসা ভালোবাসা,
মস্তবড় সর্বনাশা,
বিরহের বিষে ভরা
মরণের দিক আছে,
বিবেকটা শুনে বলে
ঠিক আছে ঠিক আছে।


ভুলি ভুলি ভোলা দায়,
প্রেম আরো বেড়ে যায়,
মন পোঁড়া রোগ ধরে
মরণকে পায় কাছে,
বিবেকটা বলে ভাই
ঠিক আছে ঠিক আছে।


ভালোবাসা গড়েছে যে,
নিদয় ও নিঠুর সে
ভালোবাসা মৃত্যু আনে,
আশাফল তবু গাছে
বিবেকটা বলে সব
ঠিক আছে ঠিক আছে।


গ্রন্থঃ-
বর্ণমালায় কবিতার ছবি