তোমার সাথে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার সাথে হৃদয় মাঠে নিত্য করি খেলা,
প্রেমের ভেলা, সারাটি বেলা, ভাসে জীবগাঙে,
কূলটি ভাঙে, মনটি রাঙে, করি তবু হেলা ।


তোমার সাথে নিবিড় ভাবে লেনাদেনা হয়,
জমেলা ভয়, আঁধারময়, সব যায় দূরে,
হৃদয় পুরে, বীণার সুরে, প্রাণ করো জয় ।


তোমার সাথে অনুরাগেই হয় অভিমান,
উছালে বান, কবিতা গান, শুধু লিখে যাই,
তোমাকে পাই, হৃদয়ে তাই ,সুধা করি পান ।


তোমার সাথে ক্ষণিক কাল ছাড়াছাড়ি হলে
বিরহানলে, চোখের জলে, ভাসি প্রেমোময়
আঁধার হয়, কলঙ্কময় , রাতে পড়ি ঢলে ।


তোমার সাথে তোমার দেশে যাবো আমি কবে
অচিন ভবে, মিলন হবে, আকারের বেশে,
বিরহ রেষে, অশ্রুতে ভেসে, আছি ভবার্ণবে ।