তোমার রূপটি
        নির্মম সত্যের হাতিয়ার


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার মন-হরিণী রূপ দেখে
সকল মানুষ অবাক চোখে তাকিয়ে
তোমাকে ভালোবাসা নিবেদন করে
কিন্ত
তোমার বুকে গিয়ে কেলি করলে
নির্মম সত্য নিয়ে যায়
অন্তহীন অন্ধকার কারাগারে।
এত ধ্বংসমুখি রাগ কেনো  
প্রাণীর প্রতি
ভালোবেসে তোমাকে ছুঁলে
তুমি দেও ফেরিক-আয়রণ।
অথচ
তোমার-ই সগোত্র
বা
সবংশজাত কানুক্রিস্টালেস
তার  রূপের বৈচিত্র আনে কাব্যিক চেতনা
দেয় ভালোবাসার ছোঁয়া ।
লাল নীল সবুজ রঙ ছড়ায়
বর্ষার মৌসুমে
মানুষকে দেয় মিলন আনন্দ
আর
তুমি সজীবপ্রাণ নিয়ে করো মৃত্যুর খেলা,
বাঃ তমার চরিত্র
আসলে
তোমার রূপটি নির্মম সত্যের হাতিয়ার
সত্যি-ই তুমি রাক্ষসি রিওটিন্টো।