তুইতো বড় মেয়ে
আধুনিক গান ২৫০


ঠাকুর বিশ্বরাজ  গোস্বামী


তুইতো বড় মেয়ে,
যে দিন তুই জন্ম নিলি  হয়েছিলো ভোর
নতুনের গান গেয়ে।


রূপটি ছিলো কৃষ্ণকালো মুখটি মায়ায় ভরা,
বল্লো  তোর দাদা ঠাকুর  উলু দেরে তোরা,
আসছে ঘরে জগন্ময়ি জগৎ করতে আলো,
আমি দেখছি আলোর হাসি তোরা দেখিস কালো,
ঠাকুর মা তোকে কোলে নিয়ে করে আশির্বাদ
গরীব ঘরে বড় হলি মায়ের আদর পেয়ে।


গরীব ঘরে এসে তুই অনেক কষ্ট পেলি,
বিধাতার নিয়ম মেনে স্বামীর ঘরে গেলি,
ভাগ্যক্রমে পেয়ে ছিলাম অমূল্য এক রত্ন
পারিনি করতে তোর প্রতিভার এতটুকু যত্ন।
বড় সুখি তোর জন্য  আশিস করি তোরে,
বিধিও তোরে রাখুক সুখি তোর তরী নেয়ে।।