ভালোবাসা বিরহে বাড়ে
(হৃদমেটিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মনটায় নাথকে চায়, প্রেমের নায়,
কুসুম দোলে, বসন্ত বায় , মেতে আছে ফাগুন , বোলে,
অনুরাগী চৈতালী রাগ ,
অঙ্গে মেখে রোদের গুড়ি, একাকি পুঁড়ি ,
মনের গাঁয় , ফুলের কুড়ি, নিশিদিন পরশ চায়,
দিয়ে যাও প্রেমের দাগ ।


প্রেমময় অতনুধারী , হৃদয়চারী ,
জীবন বাগে , তারই সারি , শুনি শুধু মরমি রাগে ,
গেয়ে যায় জীবন বাঁশি ,
শুন প্রিয় অতনু কায়, স্বরূপে চায় ,
বিরহী মন , দিবসে গাঁয়, কালো ঘেরা প্রাণেরবন ,
শুধু দেখি যমের হাসি ।


প্রাণ ভরা তরীটা পেয়ে , হয়েছি নেয়ে ,
ধরণিধামে, চলছি বেয়ে , লক্ষ নেই ডাইন-বামে,
যাবো বলে ধন্ধুর দেশে ,
ভালোবেশে ইতিকাবেলা , পাঠায় ভেলা ,
কালকে দিয়ে,শেষেরখেলা,খেলো যায় প্রাণটা নিয়ে,
মৃত্তিকাতে তনুটা মেশে ।


ভালোবাসা বিরহে বাড়ে , কুলটা ছাড়ে ,
তবুও ভাবে , সাঁঝনা পাড়ে , প্রানেশকে ঠিক পাবে ,
ব্যথাভরা আঁখির বানে ,
ভালোবাসা শুধুই চায় , অতনুকায়
সাঁঝের পরে  , প্রেমেরভায় , ইতিকালে প্রকাশ করে ,
বিরহিনী জীবন দানে ।