ভিসুভিয়ান


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আগ্নেয়গিরির মতন জ্বলছি
লেকটিটি ঝর্না আমার চোখে
কালিহারী হয়ে গেছে
ভাবনার পটোভুমি।
তবু
আলহাসা উদ্দান করেছি
ভালোবাসার গাছ লাগিয়ে।
কল্পনার চোখে দেখি
কালকা-গিরি খাদ,
তোমার পাহাড়ি মনের ভিতর।
আমার বড় ভয়
নষ্ট না হয়
ভালোবাসার প্রজন্ম ডট কম।
গ্যালাপাগেস দ্বীবপুঞ্জ সহ
অনেক জায়গায়
তোমাকে খুঁজেছি,
আমি বুঝেছি তুমি আছো
জীবন সমুদ্রের হাওয়াইদ্বীঞ্জে,
সেখানে আমার যাওয়া
সম্ভাব নয়।
তাই
ভিসুভিয়নের মতই জ্বলে জ্বলে
শেষ হবো চিরো তরে,
তোমাকে ভালোবেসে।


লেখা
২৪শে সেপ্টেম্বর ২০০৯
সময়-
দুপুর -
১-ঘটিকা
গ্রন্থ
শব্দহীন শব্দের আর্তনাদ।