চোখের জলে তোমরা পার কাঁদতে
ছেলেরা তা পারে না!
চোখের জলে তোমরা ধুয়ে ফেল সব
শেষে খুবই সহজেই ভুলে যাও সব।
ছেলেরা তা পারে না!
পারে না কঁদতে,তাদের কাঁদতে মানা                          
কাঁদবে কি করে,হয়তো তা নেই জানা।
আমার চোখের জল কাঁদে ছলছল
আমার দুখের বোঝা,মিথ্যা তোমায় খোঁজা।
দেখতে পাবে না তারে,শুখিয়েছে অশ্রুগ্রন্থি
যেন হাজার বছরের গুপ্ত আগ্নেয়গিরি,
ঝরে পড়া তুষারকে যেমন,মনে রাখেনা পাহাড়
সব ভুলে গিয়ে অপেক্ষা করে,পরের বছরের
তোমরাও ঠিক তাই! যেন ভিজে বেড়াল
যেমন গাছেরা ঝরে যাওয়া ফুলকে,রাখেনা মনে
আবার অপেক্ষামান,নতুন প্রবাহিণী বসন্তের
তোমরাও ঠিক তাই!যেন মাছের চোখ
ঘুমিয়ে না জেগে,তা বোঝার উপায় নাই
আমি ভাবি বসে একা,গভীর রাতের গোপন কথা
কতো তারা ঝরলো ধরায়,রাখলে কি তার খোঁজ?
আমি শুধু ভেবে মরি, না ঘুমিয়ে রোজ।
তোমাদের কান্না যেন,বরফ গলা জল
হৃদয় যেন পাহাড় ঘেরা,মাঝে সমতল ।
তোমরা পারো চোখের জলে,নিজেকে মুক্ত করতে
ছেলেরা তা পারে না!
পারেনা কাঁদতে,দু:খ প্রকাশ অজানা।
তবুও তাদের চলতে হবে,সুখ দুঃখ সদায় রবে
পর হয়েছ তাতে কি?প্রেম উজানে পড়েছি
মেঘ ডেকেছে এখন বনে,বিজলী জ্বলে সদায় মনে
রইলো পড়ে আমার বাটি,কান্নাকাটি হলো মাটি l