বেঁচে থাকার লড়াই,শুধু বাঁচার জন্য নয়,
জীবনের উত্থান পতনই,তার ভবিষ্যৎ।
পৃথিবীতে এসেছে, অনেক ঝড়ঝঞ্ঝা,
তার মাঝেও,যে নিজেকে টিকিয়ে রাখে,
সে বেঁচে থাকার লড়াইয়ে,জয়ী সৈনিক।
তুমি পৃথিবীকে,বদলে ফেলতে পারবে কি?
যদি না পার্,সময়ের সাথেই বদলে যেও!!
নতুবা তোমার অস্তিত্ব,লুপ্ত হতেই পারে।


ইতিহাস খুলে দেখ্,তার উদাহরণ যুক্তিযুক্ত,
এখানে অনেক কিছুই ছিলো,এখন তা নেই,
কিছু কিছু নতুন হয়ে এসেছে,যা দৃষ্টিগোচর।
যারা চলে গেছে,স্মৃতির পাতায় ইতিহাস মাত্র,
এরা নিজের অস্তিত্ব,টিকিয়ে রাখতে পারে নি,
কারন সময়ের সাথে,নিজের পরিবর্তন করেনি।
তাই অভিযোজন,না করতে পারলেই সব শেষ,
এটাই বেঁচে থাকার লড়াই,পরিবর্তন বাঞ্ছনীয়।


যুগের পরিবর্তন হয়েছিল,হচ্ছে,আরও হবে,
এই কিছু বছরেই,লুপ্ত হয়েছে অনেক কিছুই।
টেলিফোন বুথ,মোবাইল ছিনিয়ে নিলো তাকে,
অনলাইন রিচার্য,মেরেছে রিচার্যের দোকান,
কেউ রেডিও শোনেনা,বন্ধ হলো ট্রানজিস্টার,
সব অন লাইন রেডিও স্টেশন,যুগ বদলেছে।
তাই অনেক কিছুই লুপ্তপ্রায়,এই জীবন যুদ্ধে,
তার কারন,যুগের তালে তালে,চলতে না পারা।


হারিয়ে গেছে জীবনের,অনেক চেনা অচেনা,
তবুও ছুটে চলেছে সভ্যতা,নতুন বাঁশির সুরে।
আগত কল্পনায়,মানুষ ভুলেছে অনেক কিছুই,
নতুন পাওয়ার আনন্দে,বেঁচেছে যুগের সময়।
পিছে ফেলা আসা,কিছুটা সময়,এখন অতীত,
সবাই নিজেকে বদলাতে চায়,নিজের সাফল্যে।
এই বদলে যাওয়া,একদিন সব শেষ করে দেবে,
সাফল্য শুধু নয়,এগিয়ে যাওয়ার লড়াই,
যুগের নতুন প্রজন্ম,দিয়েছে অনেক কিছুই,
তার সাথে সাথে,লুপ্ত করেছে অনেক কিছুই।