ছুরি তুমি কার,শত্রুর না বন্ধুর?
যখন তোমার চকচকে ধার,পূর্ণ যৌবন,
হয়তো তখন তোমায়,আগলে রাখে সবাই,
নানাবিধ  কাজে,লিপ্ত করে তোমায়।  
তোমার কি,সে সব কাজ,ভালো লাগে?
নাকি ,মালিকের মন ভোলানোর জন্য,
বুঝেও না বোঝার ভান করতে হয়!
নাকি অধিক বিশ্রামে,মরিচা পড়ার ভয়,
হয়তো খুব আনন্দ পাও,তাই না?
যখন ধারালো ফলা,গরম রক্তের স্বাদ পায়,
নেচে ওঠো কি, কোন প্রাণীর যন্ত্রণার চিৎকারে?
নাকি,তোমারও চোখে আসে,সম ব্যথার কান্না!
শত্রু হোক বা বন্ধু,তোমার আঘাতে কষ্ট সবার,
বাস্তবের মিঠা ছুরির,আঘাতেও রক্তাক্ত হয় মন,
কি পার্থক্য দুজনের,দুজনই সর্বোপরি রক্তলোলুপ।
যখন নিরপরাধ প্রাণীর গলা,স্পর্শ করে ধার,
তৎক্ষণাৎ ফিনকি ধরে,গরম তরল বেরিয়ে আসে।
তোমার শরীর ভিজে ওঠে,উষ্ণ লবনাক্ত তরলে,
প্রাণীটা হয়তো,তখনো দেখছে তোমার নিষ্ঠুরতা,
কিছুক্ষণ ছটপটিয়ে সব চুপ,যেন অকাল নীরবতা,
হয়তো আবার,তোমাকে স্নান করিয়ে,যত্নে রেখেছে।
মালিকের হাত থেকে,তুমি কি মুক্ত হবে না?
যে বিদায় নিলো,সে কে ছিল  তোমার,বন্ধু না শত্রু?