আমার শহর কোলকাতা,মনের মাঝে তুমি,
ব্যস্ত জীবন যতই থাকুক,আমার জন্মভূমি।
ছোটো থেকে বড়ো হলাম,তোমারই হাত ধরে,
কি হয়েছে তোমার এখন,কেন ঘুমের ঘোরে?
কালীঘাটের কালো মাকে,দেখিনি অনেক দিন,
শোধ হবে কি লগডাউনে,ভালবাসার ঋণ।
ট্রেনে ট্রামে সবখানেতে,হকারের গুঞ্জনধ্বনি,
নানান শব্দ,তারই মাঝেও,তাদের ছড়া শুনি।
টাঙ্গা গাড়ির ঘুঙুর বাজে,ট্রামলাইনের ভিড়ে,
হকার গুলো,হকারী করে,ভিড় জনতা ঘিরে।
কেটলি হাতে ধরে কাকা,গরম লেবু চা বলবে,
টিকটক লাইটার আছে দাদা,দুই মাস চলবে।
শশা দশ টাকা,ছাল ছাড়িয়ে নুন দেবো নাকি?
কাঁচা কালো আমলকি,একটু মুখে দিন কাকী।
ওয়াড় বুক,কুইজের বই দেবো,লাগলে বোলো,
ঝাল মুড়ি,চপ,চা,বলো,ও দাদু,সামলে চলো।
ঠান্ডা পেপসি,লক ঝাল লেবুনচোস বলবে?
অম্লজিন চূর্ণ খান,নইলে গোলাবুক জ্বলবে।
বদ হজম,পেটে ব্যথা,আছে লেবু জোয়ান,
মাথার ক্লিপটা শেষ হয়েছে,বৌদির আভিমান।
তুমি আমার স্বপ্নে দেখা,রঙেরই উচ্ছাস,
তোমার ছন্দে পূরণ হবে,মনের অভিলাষ।