ছোট্ট ছেলে বলে বাবা,পূজাতে দুটো জামা চাই,
মেয়ে বলে এবারে,আমায় ফোন কিনে দেবে,
বৃদ্ধ মা-বাবা কিছু বলে না,তারা সব জানে,বোঝে,
স্ত্রীর অনেক দিনের সাধ ,একটু বেড়াতে যাবে,
সংসারের মায়াজাল থেকে,একটু মুক্তি চায় সে,
কিন্তু কি ভাবে?কর্তার চাকরি টা যে চলে গেছে,
কবে,কিভাবে,ঠিক হবে ,জীবনের চাকার গতি !
লোনের টাকা বাকি,সব কিছু বন্ধ,কেবিলটাও,
তোমার সাথে,লম্বা ছুটি কাটাবো,ভেবেছিলাম,
অগ্রিম  ছুটি নেবো, আমি তাও কথা দিলাম।


কথা রেখেছি,একটা বছর বাড়িতে বসেই ছুটি,
হয়তো সংসারের,আনেক কিছুর অভাব তবুও,
লক ডাউনের ধাক্কায়,ভেঙেছে তাসের ঘর,
যে ঘরে ছিলো,অনেক ছোটো ছোটো স্বপ্ন।
কিন্তু এখন সেই স্বপ্ন,গ্রাস করেছে কোরোনায়,
বাঁচার উপায় নাই ,বিনা পয়সার ভ্যাকসিন নাই।
তবু মুখে হাসি রেখে,মাস্ক পরে আবশেষে,
মৃত্যুর ভীড়ে খুজে চলি,একটু আশার আলো।
তোমার সাথে,লম্বা ছুটি কাটাবো,ভেবেছিলাম,
অগ্রিম  ছুটি নেবো,আমি তাও কথা দিলাম।


কিছু দিন পর,গলা ব্যাথা,কাশি আর জ্বর,
পরে স্ত্রীও পড়লো জ্বরে,হয়তো কোরোনা,
এক সংসারে সম্ভব কি?মেনে চলা রীতি ,
টেনে নিয়ে গেল যমে,ছেলে মেয়ের চোখে জল,
আমারও চোখ ছলছল,লুকিয়েছি কান্না,
কোরোনা ভালোবেসে ,বাসা বেঁধেছে বুকে,
কিভাবে বাঁধিব ঘর,বলতো কোন সুখে,
শুধু বেঁচে থাকা যেন,অতিষ্ঠের অভিমুখে ।
তোমার সাথে লম্বা, ছুটি কাটাবো,ভেবেছিলাম,
অগ্রিম ছুটি নেবো,আমি তাও কথা দিলাম।