দূষণীয় এই পৃথিবীর,ভবিষ্যৎ আন্ধকার,
তবুও সে আন্ধকারে,নদী করে পারাপার।
কারও অধিকার নেই, স্বপ্ন ভেঙে দেবার,
থাকনা দারিদ্রতা,থাকনা ঘরে দু:খ তার।
সে রোজ রাত্রে,বানানো রঙিন স্বপ্ন দেখে,
সকাল থেকে পৃথিবীর,ধূলো কাদা মাখে।
দূষণ হয়েছে যেমন,এই আকাশ বাতাস,
তেমনি হচ্ছে মাটি,জল,জীবনের বনবাস।
তবুও সে বাঁচতে চায়,তার ভবিষ্যৎ ভেবে,
সে জানে না দূষণ কি?সব উপহার নেবে।
ক্যানসার,যক্ষ্মা, আরও অনেক উপহার,
পৃথিবীর দুঃখ তার,নিজের নয়,সবাকার।
নদীর জল হয়েছে কালো,নদী নবযুবতী,
তার কালো কুন্তলে,সব প্রাণীর শেষ গতী।
যেখানে এখন,বিষাদের মিষ্টি গন্ধ প্রবাহিত,
হোতো না কিছুই,যদি কেউ আগে ভাবিতো।
সুদ্ধ মাটির গন্ধ নাই,দূষণেরই সংকীর্তন ,
হাগছে দেখ চারিদিকে,শিক্ষিত জনগণ।
দূষণ হয়েছে মন,হিংসার কারাগার খোলা,
অবুঝ মন বোঝেনা কিছু,সেই পথে পথচলা।
তালার চাবি হারিয়ে গেছে,দূষণদ্রাব্য জলে,
কে ফেলেছে ঐ চাবিটা,এখন কি আর বলে।
চোর খুঁজতে গাঁ উজাড়,পুলিশ করবে কি?
অন্ধকানাই বলে,গভীর জলের মাছ ধরেছি।
জঙ্গল আজ কাঁদে দেখি,মরুভূমির ধারে,
গরমের ঐ ভেজা বালি,কাঁদায় বুঝি তারে।
চোখের সামনে,চেরা হৃদয়,শুকনো রক্তরস,
সবাই দেখি তাদের কান্না,জল পড়ে টসটস।
সবুজ শ্যামল দেহ গুলি যেন,নিসাড় মৃতদেহ,
অবুঝ মনে না বুঝে আজ,খুন করেছে কেহ।
সততাতেও দূষণ ভরা,নিঃসার্থ কেহ নহে,
সার্থ থাকলে গোপন কথা,সবার সামনে কহে।
সাম্যবাদীর দূষণ যারা,করছে তারা গুনোগান,
তারাই রেখেছে দেনারদায়ে,দেশেরই সম্মান।
আর যে কতো দূষণদারি,দেখবে এই সংসারে,
লোক দেখানো দীপাবলী,হবে বুঝি এইবারে।
টাকা দূষণ,শিক্ষা দূষণ,দূষণ এরই কারবার ,
খেলছে দেখ দূষণীয়,সত্যবাদীর অনাচার।
শরীর দূষণ রঙিন জলে,ধোঁয়ায় হবে শ্রাদ্ধ,
নব জীবন জন্মে আজি,না কাঁদতে বাধ্য ।
দূষণ দেখো হাসপাতালে,ভগবানের ভ্রষ্টাচার,
ব্যাঙ্কে দেখি জালি নোটের,দূষণীয় কারবার।
দূষণ ভোরা পৃথিবীতে,যাবে তুমি কোন খানে,
সরিষাতে ভূত থাকে,ভূত ছাড়াবে কোন বাণে।
দূষণ ছাড়া এই পৃথিবীর,আর যে কিছুই নাই,
ডাল ভাতেও দূষণ বুঝি,উপোশ করি তাই।
দেশের ভালো,দশের ভালো,সবাই মোরা চাই
বাঙালি আজ বদলে গেছে,করার কিছু নাই।