পৃথিবীতে যেন আর, জীবিত মানুষ নাই,
সবই যেন জীবন্ত কঙ্কালের,মিলন মেলা।
ঘুরছে তারা কোন,অদৃশ্য শক্তির সাহায্যে,
কিসের নেশায়,কি তার লক্ষ্য,তা জানেনা,
সবাই ছুটছে,কোন অধরাকে ধরার ত্বরে,
অদেখাকে দেখতে বা অজানাকে জানতে,
তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে,বর্তমানকে নয়,
ভবিষ্যৎ ভেবে,বর্তমানের খুশি হারিয়েছে,
কেউ আবার অন্যকে,খুশি করতে চেয়েছে,
আর তার নিজের খুশি,কবেই ভুলে গেছে,
কালকের কথা ভেবে,আজকে সে ক্ষুধার্ত,
আবার কাল আসে,কিন্তু তার ক্ষুধা মেটেনা,
কেউ এক পাত্র জলে সুখী নয়, চাই কলসী,
আবার কলসী পেলে,চাই তার ভরা পুকুর,
লোভের শেষ নাই,কিন্তু সে শেষ হবে একদা,
সে অনুভব করেনি মৃত্যুর,বিদায় সম্ভাষণ,
সবাই অন্যের সুখে দুঃখী, কেউ খুশি নাই,
ভালোবাসা মায়া মমতা,সব বই এর পাতাতে,
নীতি কথা,শিষ্টাচার গুলো পচে পচে মরছে,
মরবে না কোনদিন,শুনতে পাবে শুধু ভাষণে,
প্রতিযোগিতায় সবাই,মানো আর না মানো,
নিজের ভালো কিভাবে অন্যকে দু:খী করবে,
তাই নিয়ে সমালোচনার আসর,বিদ্যামন্দীরে,
শিক্ষা চাই,নম্বর নয়,কেউ আর ভুলে বলে না,
যুদ্ধ নয়,শান্তি চাই,কেউ তা জেনেও জানে না,
ঘুরচে চাকা,চলছে সমাজ,জং লেগেছে তাতে,
সব ভুলেরই মাসুল দেখিস,পাবি হাতে নাতে।