ধর্মঘটে লাভ কার?কে যে বাজায় তালি,
জনতার পেকেট কেটে,সেই গুড়ে বালি।
আটকাচ্ছে ট্রেন-ট্রাম,রাস্তার যত গাড়ি,
প্রতিবাদের ধরনেতে,পুড়লো বস্তি বাড়ি।
রাস্তাঘাটে,টায়ার জ্বালিয়ে,কি যে তারা করছে!
শুধুই কেবল বোকা মানুষই,জ্বলে পুড়ে মরছে।
স্বাধীন হয়ে,খাচ্ছে বিষ,দিচ্ছে গায়ে আগুন,
দশের ভালো করতে হবে,জাগুন শীঘ্র জাগুন।
রঙবে রঙের পোস্টারেতে, লেখা রাজার মন্ত্র,
সেই নিয়মে চলছে দেখি,আজকের রাজতন্ত্র ।
ধর্মঘটে,দিন-মজুরের,পেটে ক্ষিদে পায় না?
দেশের ভালো,দশের ভালো,এই ভাবে হয় না।
কে শুনবে কার কথা?ব্যস্ত মিছিলে সবাই,
দেশ ভক্তির স্লোগানেতে,বিরোধীর হায়হায়।
কেউ বলে রাজা হলে,হরিলুট করবো,
ভালোবেসে বলে কেউ,নকুলদানা ভরবো।
যুগে যুগে ধর্মঘট হয়তো,চলছে চলবে,
এই নিয়ে সাধারণ মানুষ, কি কথা বলবে?
ধর্মঘটে, ঘট নাই,আমজনতার স্বেচ্ছায়,
আলাদা করে ধর্মঘট,কিসের অভিপ্রায় ?