সেই সন্ধায়,চাঁদনী মাঠে,তোমার স্পর্শে
প্রথম ভালোবাসার সুভাষ, নতুন বর্ষে।
বলেছিলে তুমি,ভালোবাস আমায়,
তোমার সেই লজ্জিত মুখ,মিষ্টি হাসি,
ছল্ ছল্ চোখে,প্রেমময় সুরের বাঁশি।  
আজও গুনগুনিয়ে,গান গায় হেথা
তুমি একা ভাবো বসে,জানি সেথা।
সেই সন্ধায়,চাঁদনী মাঠে,তোমার স্পর্শে
প্রথম ভালবাসার সুভাষ,নতুন বর্ষে।
মনে মনে সেদিনই বেসেছিলাম ভালো,
তোমার খোলা চুলের গন্ধ,উদাসী মন
আমার গভীর্ অন্তরে,থাকে সারাক্ষণ।
তোমার হাত ধরে,সেই পথে পথে চলা
এখনো অনেক অনুভূতি,কিছইু হয়নি বলা।
সেই সন্ধায়,চাঁদনী মাঠে,তোমার স্পর্শে
প্রথম ভালবাসার সুভাষ,নতুন বর্ষে।
তারারা যেমন আকাশে,মিটি মিটি হাসে
তেমনি তোমার হাসি,আমার কল্পিত অম্বরে
একটা তারা পারি যদি,আনবো তোর ত্বরে।
তোমার সরস স্পর্শে,মন্ মোর আবিরত চঞ্চল
কিছুই লাগে না ভালো,তুই আমার মন্ বল।
সেই সন্ধায়,চাঁদনী মাঠে,তোমার স্পর্শে
প্রথম ভালোবাসার সুভাষ,নতুন বর্ষে।
কখোন্ মনে হয়,আমি যেন অসহায়,
তোমার আগত বাণে,তা আর মনে হয় না
তুমি তো আছো পাশে,আর ব্যথা রয়না।
বসন্ত আমার নতুন প্রেমী,মন যে মাতোহারা
কি করে থাকি এতো দূরে,তোমাকে ছাড়া।
তবু আছি তোমাকে ভেবে,স্মৃতি গুলি কাঁদে
মনের রঙিন পর্দায়,আবার সুখের ঘর বাঁধে।
সেই সন্ধায়,চাঁদনী মাঠে,তোমার স্পর্শে
প্রথম ভালবাসার সুভাষ,নতুন বর্ষে।