কার ত্বরে হৃদয় আমার,হয় যে আনমনা
সে প্রথম প্রেম আমার সুরঞ্জনা।
উদাস চিত্তে রাতে যখন তাকাই অম্বরে
ফুটে ওঠে তব সাড়া অন্তরে অন্তরে।
দেখেছ কি তুমি,রাতের নক্ষত্র খচিত আকাশ
তারা গুনে তোমায় ভাবতে ভাবতে কেটে যায় মাস।
দেখিনি কতদিন পূর্নীমার চাঁদ,তুমি নেই বলে
জীবনে অমবস্যার চাঁদ নেমেছে,তুমি গেলে চলে।
তোমার ত্বরে মম ক্যানভাসে,আজও জাল বোনা
সে প্রথম প্রেম আমার সুরঞ্জনা।
দেখেছ কি তুমি,শান্ত দীঘির নির্মল জল
দেখেছ কি তুমি,মম অপাঙ্গে বারি টলমল।
দেখেছ কি তুমি,পদ্মের দোল,ভ্রমরের কোলাহল
মনে হয় না!শোননি বসন্তের কোকিলের বোল।
মনে হয়,মালা দেওয়ার ছলে,যেদিল ছুঁলাম তোমায়
স্পর্শের অনুভবে,চিত্ত মোর আনন্দে দাঁড় বায়।
জানি না!বেসেছিলে কি ভাল এক কোঁনা
সে প্রথম প্রেম আমার সুরঞ্জনা।
যেদিন দাঁড়াতে ছাদে,সবেদাতলায় আমি ছিলাম রত
তোমায় নিয়ে ভাবি জেগে,স্বপ্ন দেখি কতশত ।
দেখেছিলাম আমি,নয়নে তোমার ভালবাসার ছোঁয়া
ভাবিনি আমি,জীবন হতে তুমি যাবে খোয়া।
স্কুলের পথে শুনেছি আমি,তোমার পায়েলের ধ্বনি
মিছে ভুল বুঝে,কেন চলে গেলে মণি?
দেখেনিও এ হৃদয় আর,কোনোদিন হবে না আনমনা
সে প্রথম প্রেম আমার সুরঞ্জনা।