তোমায় আমি প্রথম দেখায়,ভুলিতে পারিনি আজও
মনের আয়নাতে তোমার ছবি,দেখেছি সত্যি আজও।
রাকা যেন উঠেছে গগনে,চিরন্তর সত্যের প্রতীক
মম অন্ত কঠোরে প্রজ্বলিত রূপসী,তুমি সমসাময়িক ।
সেদিন থেকে মম সাদা ক্যানভাসে,তোমার মুখটি আঁকা
যানেনি সেদিন এ নদী,পার্বত্য প্রবাহে হতেই হবে বাঁকা।
সেই দিন থেকে আমার কাননে,বেজেছে নতুন সুর
তত কথা ভেবে ভেবে মোর,জীবনে এসেছে জোয়ার ভরপুর ।
যানেনি সেদিন এ জোয়ারে,ভাসাবে নিজের বাড়ি
এই ভাবে আমি মরছি মনে,কাকে বল এবা ছাড়ি।
সান্দ্র তুমি,দেখেছি আমি,তোমার কষ্ট হতে
আমার এ মন পড়েছে সেদিন,তোমারই ঐ স্রোতে।
আমার এ মন তোমায় দেখে,নতুন করে সাজে
মনের কথা বলতে পারিনি,সংকোচে আর লাজে।
তোমায় নিয়ে অনেক স্বপ্ন,দেখেছি মনে মনে
স্বপ্ন মোর ভেঁঙে যাবে,ভাবিনি কভু তোমার ভূমি রণে।
তোমার জন্য চিঠির বোঝা,লিখে ফেলি ফাঁকা বুকে                        তা নিয়ে চলে চলি,পাহাড় তুষার ভেঁঙে ফেলে,তোমার সম্মুখে।
তোমায় আমি দেখার ত্বরে,যেতে চাই তোর মনের দ্বোরে
আপন মনে উদ্ধৃত হই,ভালোবাসার মনের জোরে।
এইভাবে চলে দুতিন বছর,তারপরে আর নাইকো খবর
মনের দুঃখে সুখের খোঁজে,খুঁজি আমি অন্য নব ঘর।
লোহক আমি,বলতে নাহি পারি,মম অন্তর এক কথা
মম মন ঘুরে বেড়ায়,উন্মাদের মতো যেথাসেথা।
চেয়েছি তোমায় আপন মনে,ঝড় উঠেছে হৃদগগনে
সেই ঝড়েতে ঝরবে সে ফুল,আমার মনের ছোট্ট বোকুল।
আমার জীবনে প্রথম ক্ষরার,তুমি হবে বৃষ্টি
আমার জীবনের প্রথম পথের,তুমিই অনাসৃষ্টি।
আজ রাতে আমি ভাবিলাম বসে,তোমার আসা বন্ধ
তোমার আসার জন্য আমি,রাখবনা কোনো রন্ধ্র।
কিন্তু আমি পারিনা কেন,তোমার ছবি মুছতে
পারিনা কেন তোমায় আমি,বার বারে ভুল বুঝতে।
হয়তো জানে এ মন আমার,চাওনা তুমি মোরে
বিশন্ন মোর মন ভাবে,পেতে হবে জোর করে।
কিন্তু আমি ভেবেছি অনেক,ভুলিব তব কথা
তোমার মন আমার হৃদয়ে,একই শুলে গাঁথা।
কখন্ মোর মাথায় আসে,করব তোমায় খুন
তখনই ভ্রমর বলে যায়,না!করে গুনগুন।
আবার ভাবি পারিবনা আমি,তোমায় মারতে আজ
তোমায় মেরে,সুখে থাকা একা কি আমার কাজ।
হতাম তোমার গোলাপী মনের,জোড়া পাখা
রাখতাম আমি তোমার হৃদয়,একে বারে ভাই ঢাকা।
তোমার ত্বরে আমি কাঁদি,কাঁদে আঁখি জল
তোমার ত্বরে শিক্ত হয়,মম মরু অবিরল।
তোমার জন্য আমার জীবনে,বজ্র ঝলকায়
তোমার জন্য আমার কাননে,বৃক্ষরা চমকায়।
তোমাকে নেবার জন্য এবার,দর জানাজানি
একটু পরে হবে হয়তো,বেশ টানাটানি ।
আমি জানি পারিবনা কিনিতে তোমায় হেথা
আমি কি হতে পারি,তোমার ক্রেতা।
তোমার মনে ভিড় জমেছে,সৃষ্ট একটি মেলায়
কে জিতবে বলত্ মোরে এ মিছক খেলায়।
পৃথিবীতে আমি রয়েছি শুধু,তোমায় দেখব বলে
নইলে কবে চলে যেতাম,ছলে বলে কৌশলে।
অনুভব করতে পারি আমি,তব মনের ঘ্রান
সহেনা তবু দেখতে চায়,এ ক্ষত প্রাণ ।
যতদিন বাঁচিব আমি,ততদিন থাকবে তুমি
                  আমার রমণী ।