যানতো,অনেক দিনের পর,পূর্নীমার রুপলী চাঁদ দেখলাম
মনে হয় পৃথীবি তার হারান,প্রেমিকাকে খুজে পেয়েছে।
সেদিন কিন্তু আমারও,কোনো একটা কিছুর অভাব মনে হল্।
হয়তো তুমি .......        
কিন্তু তুমি আছ আমার,ভিতরে বাহিরে অন্তরে অন্তরে।
তোমার কি এই রকম মনে হয়?আমি জানি না.....      
দেখলাম বেণুবনে পূর্নীমা পড়েছে,যেন সাদা পোশাকে এক রমণী ।
মনে হল্ তুমি! সরস্বতী পুজোয় তুমি,সাদা পোশাক পরতেতো      
মনে হল্ তুমি ডাকছ......          
গিল্ড এরিয়া থেকে উঠে তোমার কাছে,যাওয়ার জন্য ভাবছি।
বনটা নড়ে উঠল্.....          
প্রকৃতির সৃষ্টি তুমি,কথায় হারিয়ে গেলে    
মাথার উপর দিয়ে বাঁদুরটা উড়ে গেল,মনে হল তোমার খবর নিয়ে এসেছে
কিন্তু না........                  
কৃত্রিম আলোতে সুইমিংপুলকে মনে হচ্ছে,আবদ্ধ এক হ্রদ।
যাকে শুধু কাজে লাগানর জন্যই,রাখা হয়েছে।
তার সাধ আল্লাদ বলে,কিছুই নেই,হয়তো এটাই তার জীবন।
আয়নায় যখন মুখ দেখি,তোমার ছবি দেখি।
তবে কি আমি,পাগল হয়ে গেছি?না পাগলতো নয় !
গল্ফের বৃহৎ বটগাছকে মনে হয়,নতুন এক পৃথিবীর মানচিত্র ।
তার কাটা ডাল গুলকে মনে হয়,ভালোবাসার মানুষ তাকে ছেড়ে গেছে।
ক্ষতবিক্ষত  কাটা অংশে নানা জাতের পকার বাস।
ঝুরি গুলো এমন ভাবে নেমে আছে,যেন কাউকে বলছে→
তুমি যেওনা,ফিরে এসো আমাকে ধরে।
আচ্ছা কাকে বলছে বলতো?
হয়তো হারিয়ে যাওয়া সঙ্গী কে,কে জানে.........            
দেখলাম একটা বাঁশগাছ জীবন সংগ্রামের মধ্যে দিয়ে→
এঁকে বেঁকে উঠে বেঁচে আছে।
আমি কি বাঁচতে পারব না,তোমাকে ছাড়া? কে জানে....