সংসারের বাধা জীবনে বদ্ধ আমি
           কিছু নাই জানা।
কালের কারাগারে বন্দী আমি
           সবটাই অচেনা।
শিখতে চেয়েছি অনেক কিছু
           হলনা কিছুই শেখা।
জীবনের পাতাতে কালি পড়েছে
           কিছুই হল না লেখা।
ভাঙা মনের মন্দরে,দেখা নেই তার
           দেবতারাও অবুঝ অনাচার।
স্বপ্ন গুলো কাঁদে একা,বসে পথ চেয়ে
            তারাও অবুঝ শুধু,করে হাহাকার।
রান্না ঘরের ধোঁয়ার মতো,মন পাখিটাও
            উড়তে চায় যেথা সেথা।
সখের সোনার খাঁচায়,বন্দী সে যে
            যাবে কি করে হেথা-হোথা।
ধুলা পড়ছে মনের ঘরে,তারাই করছে রাজ
            সুখ পাখির,নাইতো কোন কাজ।
সুখের সংসারে ঘুন ধরেছে,এসেছে অনেক পোকা
            শব্দ না করেই পড়ছে কেবল বাজ ।
জানি না মুক্তি পাব কিনা,কোনো দিন
             তারই অপেক্ষায় গুনি দিন।
হয়তো পাব,কোন আজানা সহচর
             উড়তে পারবো হয়তো,মৃত্যুর পর।