তোমার আধার কালো চোখে,দেখোনি আমায়
দুঃখরা সুখের আঁধারে,কাঁদে বসে বেনুকায়।
বিয়ের সানাই বাজবে তোমার,ফাটল জমির মাটি
ভুলবো তোমায় কি করে,যদি দেয় কেউ যাদুকাঠি।
জ্বলে থাকা দীপ নিভলো বলে,সোজা পথ হলো বাঁকা
তাকিয়ে দেখি জীবনে মোর,সব কিছুতেই ফাঁকা।
বৃষ্টি ঝরা দিনের বেলা,মেঘেতে খেলে ইন্দ্রজিৎ
বাসূরী আমার শোনায় শুধু,দুখের করুণ গীত।
আকাশ জুড়ে মেঘের ভেলা,করে আসা যাওয়া
উথাল পাথাল নদে আমার,হয়নি দাঁড় বাওয়া।
সূর্য গেছে পাটে,আমার হৃদয় মাঠে,গন্ধ তোমার
ছুটছি আমি,ছুটছে সমাজ,মুক্তি পাবেনা থামার।
গায় যে শুধুই গান,নাই যে কিছুই প্রাণ,সবই অধম
বৃক্ষের ঝরে পড়া কিছু পাতা,ভাবে তারাও নরাধম।
কাজোল কালো আঁখি তোর,শুধুই অনুরাগের ছায়া
ভালোবেসেও ভুলে গেলি,একি তোর মায়া।
ছাদনা তলায় কঁদবে যখন,অগ্নি সমারোহ
শেষ হবে যেন্ তোমার ঐ,ভালোবাসার মোহ।
ভালো থাক্ তুমি,সুখে থেক্ তুমি,আমাকে ভেবনা
কষ্টের গোন্ডিতে বন্দী আমি,সঙ্গী সুধুই যন্ত্রণা।
কামনা বাসনা ছেড়েছি আমি,হয়েছি ভবঘুরে
হৃৎ পাতার সেই আমার নাম,সত্যিই দিলে ছিঁড়ে।