মন মাঝিরে,পরান খুলে,কেমনে গাও গান
উজান ভাটায় নৌকা চলে,কেমনে বাঁচে প্রান।
পূব দিকেতে সূয্যু হাসে,শীতেরকালে চাদর পাশে
নীল আকাশে মেঘের ভেলা,শান্ত করে তাদের খেলা
বাঁশের ঠেলায় নৌকা চলে,চলতে হবে শুধুই বলে
ছেঁড়া জালে নাইতো কিছুই,নাইকো চিতল নাইকো রুই
তবুও গাও গান..........
মন মাঝিরে,পরান খুলে কেমনে গাও গান।
দুখের ভেলায়,চাঁদের খেলায়,মন করে আনচান।
পালের সাথে বন্ধু তোমার,মনের সাথে আড়ি
পরান যায় জ্বলিয়ারে,কেমনে যাবে বাড়ি।
বর্ষাকালে ইলশেগুড়ি,ভোরবে তোমার অনেক ঝুড়ি
পেট ভরেতো মন ভরেনা,জীবন পথে সুড়সুড়ি ।
তবুও গাও গান..........
মন মাঝিরে,পরান খুলে কেমনে গাও গান
কাছির টানে নৌকা বাঁধা,কেমনে বাঁচে প্রান।
সুখের সাথে আড়ি নাকি?সন্ধে হতে অনেক বাকি
সূ্র্য ডোবে দিনের ত্বরে,নতুন রবি আবার মরে
বাঁচবে কতো প্রান,গাইবে সুখের গান
কেটে গেছে সারা বেলা,তবু হৃদ মাঝারে টান।
তবুও গাও গান..........
মন মাঝিরে,পরান খুলে কেমনে গাও গান।
তোমার সাথী অন্ধকারে,অপেক্ষায় নিজের ঘরে
লন্ঠনেও নাইকো আলো,তবুও তোমার বেশ ভালো
চোখের মণি আছে তোমার,হবেই নদী পার
মিছে কেন কষ্ট পাও,অপেক্ষায় তার।
তবুও গাও গান..........
মন মাঝিরে,পরান খুলে কেমনে গাও গান।