চলে যাওয়া দিনগুলো,ফিরে আশে বারে-বারে
স্মৃতির পাতায় ছেলেবেলা যেন,হতাশায় কেঁদে মরে।
বর্ষায় মেঘের কান্না,দেখিনি অনেক দিন
মনে পড়ে সেই তালের বোড়া,মোয়ার গন্ধ,
বর্ষায় ভিজে ভিজে স্কুল,করেছি অনেক ভুল!
বর্ষার সন্ধায় মায়ের হাতের চা,মুড়িতে আমতেল
খেলেছি অনেক খেল..............
পাতার পতিঙা,লুকোচুরি,বৌবসন্ত,এক্কাদোক্কা,
মনে পড়ে সেই,কাঁচের গুলি,ডাঙ্গুলি,ঘুড়ি ওড়ানো
আরও অনেক কিছু ................
ভাবি,যদি ফিরে আশে সেই ছেলেবেলা
যাবো গ্রীষ্মের দুপুরে,ব্লেড হাতে আমতলা।
ধরবো জমির কাঁকড়া,শুনবো কোকিলের বোল
মনে পড়ে য়ায,পূজাতে রাত জেগে ভিডিও দেখা
আধো আধো ঘুমে,হালকা ঠান্ডায়,শিশিরে বসে
রাত ৮ টায় রেডিত্ত তে নাটক শোনা,সাদা টিভি
মনে পড়ে সেই,গ্রামের গোসুড়ো..........
মন্তাকাঁটা যেন দেশ বিদেশের ম্যাপ!
গরুর পালের,মাঠে উড়ো ধূলার গন্ধ
খুব মনে পড়ে..............
ঠাকুরমার বানান,নানার রঙের গল্প
দুটাকার কাকার দোকানে,ঝালমটর অল্পশল্প।
টিফিনের,আইসক্রীম,আঁচার,ঝলসানো ভুট্টা,চানা
কোথায় হারিয়ে গেল,সেই ছেলে বেলা !
বাস্তব জীবনে যেন,হারিয়ে ফেলেছি সব,
দূরে বহু দূরে তারা যেন আবার,হাতছানি দিয়ে ডাকে
আর দূরে নয় বন্ধু,ফিরে এসো,ফিরে এসো
মন পাখিও বেসামাল,পুরানোকে ফিরে পেতে চায়।
মনে পড়ে সেই সরস্বতী পূজার,চিঠি বেলানো,
সেই পরীক্ষার ভয়.................
ঘুনশিতে লাগানো প্যান্ট,চপ্পলে বাঁধা দড়ি
মাটির বাড়ির গন্ধ,যেন মনে করে দেয়
সেই ছেলেবেলার কিছু,কাদামাখা স্মৃতি
মনে পড়ে সেই গ্রাম,প্রেমে জল ফেলে কলে যাওয়া।
মনে পড়ে সেই দিনের কথা,মরাম রাস্তায় সাইকেলে গান গাওয়া
আসবে কি ফিরে তারা ? হয়তো কখনোই ফিরবে না
তবুও কাজের শেষে, মনের দেশে, স্বপ্নের বেশে,
তারা ফিরে আসে বারেবারে
স্মৃতির পাতায় ছেলেবেলা যেন,হতাশায় কেঁদে মরে।