তোমার ছায়াতে, ফুটেছে এই ফুল
সত্যই তোমার,কিছুই হয়নি ভুল?
তোমার রঙে রেঙেছে,তার পাপড়ি
এসেছে যৌবন ভরা গন্ধ,গন্ধলতা
গন্ধের সুভাষে ,সুভাষিত মম প্রাণ
আলকিত আঙ্গিনা,ভরিয়াছে পুষ্প
অবিরত চারিদিকে,কূজন রঞ্জিত  
আনন্দের কিছু,নতুন অনুভুতি সুর
বাতাসে মিষ্টি আবেগী,নব সুরঝঙ্কার
বিষণ্ণ এই মনে,উদীয়মান নতুন সূর্য
হাসে তোলা পাল,ভরেছে নদীর কূল
তোমার ছয়াতে,ফুটেছে এই ফুল।
তুলেছে সবুজ, কচি ঘাসের মাথা
ফুটেছে নাম না জানা, ঘাস ফুল
যে লতা পড়ে ছিলো,অবহেলিত  
আজ সে পেয়েছে ,বাঁচার সম্বল
বৃষ্টি যেন ঝরছে কেঁদে,ঘুমন্ত কুন্তল
দূরে বহুদূরে ডাকছে,হাঁসের দল
ডানা মেলেছে,ব্যস্ত জীবনধারা
উড়িতেছে নীলাকাশে,সুখে আত্মহারা  
বর্ষিত কালো মেঘ, লীলায়িত তার চুল
তোমার ছায়াতে ,ফুটেছে এই ফুল।