তুমি আমার মনের পাখি হবে,গায়বে সদাই গান,
রইবে না আর বদ্ধ ঘরে,তোমার ভাঙবে অভিমান।
সকালবেলা সুরের সাথে,রাত্রি করো শেষ,
রৌদ্রে ভেজা দেখেছি তোমার,সুন্দর এলো কেশ।  
সদাই করো ডাকা ডাকি,মনযে বিচলিত,
আমার মনের স্বপ্ন গুলো,তোমার রচিত।
খোলা আকাশে ওড়ার আজি,নাইকো কোনো মানা,
কোথায় পাবে সুখের খবর,আছে কি তা জানা?
নাম না জানা দেশে তোমার,উড়তে ভালো লাগে,
ডানা যেদিন কান্ত হবে,তোমার পাশে কে রবে?
কর্মমাঝে এইতো আমি,রয়েছি আজি বেশ,
আকাশ কুসুম স্বপ্ন দেখা,হয়েছে আজি শেষ।
সূর্য রেগে আমায় শুধায়,সন্ধ্যা হলো বলে,
মনের পাখি বাঁধিসনারে,উইড়া যাবে চলে।