কহিলে সেদিন তুমি,বদলে গেছি আমি,
তুমি কি জান্ ,বদলে যাওয়া কাকে বলে?
আমি কি মেঘ,না বৃষ্টি বা কোনো ঋতুপতি,
বরফ গলে জল হয়,মেঘ থেকে বৃষ্টির ধারা,
আগ্নেয়গিরির লাভা,যা কি পাথরে পুপান্তর,
নাকি গুটিপোকা,প্রজাপতিতে উড়ে যাওয়া,
বা,না দেখা,ডুমুরের ফুলের মতো অদৃশ্যমান,
হয়তো স্বর্গের খোঁজে,মৃত্যুকে সংবরণ করা,
হয়তো বদলে গেছো তুমি, অতিদ্রুতগামী,
কহিলে সেদিন তুমি,বদলে গেছি আমি।
বদলেছে সমাজ,বদলেছে পৃথিবীর হাস্যরস,
সবুজ হৃদয়,দ্রুততর হয়েছে ফিকে হলুদবর্ণ,
কাঁটার আঘাতে,গোলাপও আজ জর্জরিত,
প্রাণ ধারনের সম্বলটুকুও,দূষিত বিষধর সাপ,
হাজার নদী থাকতেও,পাগলা কুকুর তৃষ্ণার্ত,
ছায়া হীন পৃথিবীপৃষ্ঠে,এখন গাছের কঙ্কাল,
মৃত্যর পর জলন্তদেহ,উড়ে যায় উপরপানে,
হয়তো বদলে যাওয়ার, আনন্দে বা দু:খে
বলতো,জীবনের চেয়ে আর কি আছে দামি?
কহিলে সেদিন তুমি,বদলে গেছি আমি।